মেসি নিজেও খুশি নন

গত মৌসুমে স্প্যানিশ লিগ, কাপ, চ্যাম্পিয়নস লিগ মিলে করেছিলেন ৩৮টি গোল। দুর্দান্ত সেই ফর্মটা লিওনেল মেসি ধরে রেখেছেন এবারও। লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৫ গোল তাঁর। তিনটি গোল করিয়েছেনও। সব মিলে ৯ ম্যাচে ৮ গোল। সেই মেসি যখন বার্সেলোনা জার্সি খুলে আকাশি-নীল পরে নেন, কেমন যেন ফ্যাকাসে দেখায় তাঁকে! জাতীয় দলের জার্সি গায়ে মেসি সর্বশেষ গোল করেছিলেন সাত মাস আগে। বাছাইপর্বে সর্বশেষ সাত ম্যাচে এরপর গোলের দেখা পাননি। ২০০৭ কোপা আমেরিকা কিংবা গত বেইজিং অলিম্পিকে যে দুর্দান্ত প্লে-মেকার মেসিকে খুঁজে পেয়েছিল আর্জেন্টিনা, সেই মেসিও হারিয়ে খুঁজছেন নিজেকে।
ভালো খেলাটা মেসি বার্সার জন্য জমিয়ে রাখেন—এমন একটা সমালোচনাও শুনতে হচ্ছে তাঁকে। কোচ ডিয়েগো ম্যারাডোনা তাঁকে আগলে রাখছেন। তবে মেসি নিজেও আর্জেন্টিনার পক্ষে তাঁর পারফরম্যান্সে খুশি নন, ‘আমি যেমনটা আশা করেছিলাম, তেমনটা হয়নি।’

No comments

Powered by Blogger.