গাজায় খাবারের খোঁজে ‘রাস্তায় রাস্তায় ঘুরছে’ ক্ষুধার্ত শিশুরা

ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি গাজার ফিলিস্তিনিদের দুর্দশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে খাবারের অভাব। এর বড় ভুক্তোভোগী হচ্ছে শিশুরা। দিনের পর দিন অনাহারে–অর্ধাহারে থাকতে হচ্ছে তাদের। একটু খাবারের খোঁজে তারা রাস্তায় রাস্তায় ঘুরছে বলে জানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির মানবিক পরিচালক র‌্যাচেল কামিংস বলেন, ‘প্রতিদিন আমি দেখি, খাবারের খোঁজে খালি পাত্র হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে শিশুরা। একটু পানির জন্য বোতল নিয়ে ছুটতে তারা। মায়েরা আমাদের বলেছেন, কীভাবে তাঁরা সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য লড়ছেন; সন্তানেরা অসুস্থ হয়ে পড়বে জেনেও কীভাবে তাঁরা তাদের ক্ষুধা মেটাতে নোংরা পানির সঙ্গে ঘাসপাতা মিশিয়ে খাওয়াচ্ছেন।’

গত ২ মার্চ থেকে উপত্যকাটিতে খাবার-পানিসহ সব ধরনের জরুরি পণ্য প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এ কারণে সেখানে খাবারের তীব্র সংকট দেখা দেয়। ১১ সপ্তাহ অবরোধের পর সম্প্রতি সীমিত আকারের খাবার প্রবেশ করতে দেওয়া হলেও, তা ঠিকমতো হাতে পাচ্ছেন না গাজাবাসী। খাবারের অভাবে উপত্যকাটির অনেক ত্রাণ সরবরাহকেন্দ্র বন্ধ হয়ে গেছে।

গাজায় প্রতিদিন অন্তত ৫০০ ট্রাক করে ত্রাণ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে রোববার ইসরায়েলের দেওয়া হিসাব অনুযায়ী, সেদিন পর্যন্ত উপত্যকাটিতে ১০৭ ট্রাক ত্রাণ প্রবেশ করেছে। এসব ট্রাকের কয়েকটি লুট হয়েছে জানিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, মানুষের ক্ষুধা নিরসনে ইসরায়েলকে আরও দ্রুত ও বেশি পরিমাণে ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দিতে হবে।

ইসরায়েলের হামলা শুরুর আগে গাজা কেবল বাইরের ত্রাণের ওপর নির্ভরশীল ছিল না। সেখানকার বাসিন্দারা চাষাবাদও করতেন। জাতিসংঘের স্যাটেলাইট কেন্দ্র (ইউএনওএসএটি) ও খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত গাজার ১৫ হাজার ৫৩ হেক্টর কৃষিজমির মধ্যে ১২ হাজার ৫৩৭ হেক্টরই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি মোট কৃষিজমির ৮০ শতাংশের বেশি।

এমন পরিস্থিতিতে সেভ দ্য চিলড্রেনের মানবিক পরিচালক র‌্যাচেল কামিংস আল-জাজিরাকে বলেন, ‘গাজায় একটি যুদ্ধবিরতির প্রয়োজন, যাতে আমরা সবচেয়ে বিপদে থাকা এই মানুষ ও শিশুদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে পারি।’

এদিকে আজও গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা নগরীর ফাহমি আল-জারজাউই স্কুলে হামলা হলে ৩৬ জন নিহত হন। তাঁদের মধ্যে ১৮ জনই শিশু। ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন অসহায় ফিলিস্তিনিরা। এ নিয়ে উপত্যকাটিতে ৫৩ হাজার ৯৭৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজায় ত্রাণ সরবরাহকেন্দ্রে খাবার নিতে এসে কান্নায় ভেঙে পড়ে এক শিশু
গাজায় ত্রাণ সরবরাহকেন্দ্রে খাবার নিতে এসে কান্নায় ভেঙে পড়ে এক শিশু। ফাইল ছবি: এএফপি

No comments

Powered by Blogger.