যুদ্ধবিরতিতে রাজি হামাস, প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

গাজার জন্য যুক্তরাষ্ট্রের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস সম্মত হয়েছে, তবে একজন আমেরিকান কর্মকর্তা এই দাবি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে আলোচনা করা চুক্তিটি ‘অগ্রহণযোগ্য’ এবং ‘হতাশাজনক’। রয়টার্স সংবাদ সংস্থা অনুসারে, ইসরাইলি কর্মকর্তারাও এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের বলে অস্বীকার করেছেন। তারা বলেছেন যে কোনও ইসরাইলি সরকার এটি গ্রহণ করবে না।

গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনী তাদের নিরলস বোমাবর্ষণ অব্যাহত রাখার এবং অবরুদ্ধ ছিটমহলে ত্রাণ প্রবেশে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করার পর পরস্পরবিরোধী প্রতিবেদনগুলো সামনে এলো।

হাসপাতালের একটি সূত্র  জানিয়েছে যে শুধুমাত্র সোমবার ইসরাইলি হামলায় অনেক শিশুসহ কমপক্ষে ৮১ জন নিহত হয়েছে। আল জাজিরার সূত্র জানিয়েছে যে, হামাস এবং মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ কাতারের রাজধানী দোহায় এক বৈঠকে খসড়া চুক্তিতে সম্মত হয়েছেন। তারা বলেছেন যে এর মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং গাজায় আটক ১০ জন জীবিত বন্দীর মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে, যা দুই ধাপে সম্পন্ন হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চুক্তির শর্তাবলী এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দিয়েছেন। সূত্র জানিয়েছে, চুক্তির মাধ্যমে প্রথম দিন থেকেই কোনও শর্ত ছাড়াই মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া হবে।

তবে, উইটকফ এই ধারণা প্রত্যাখ্যান করে রয়টার্সকে বলেছেন যে হামাস বন্দী ও যুদ্ধবিরতির জন্য তার প্রস্তাব গ্রহণ করেছে। উইটকফের ঘনিষ্ঠ একটি মার্কিন সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে হামাসের দাবি ‘ভুল’ এবং ফিলিস্তিনি গোষ্ঠীর চুক্তি ‘হতাশাজনক’।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার কিম্বার্লি হ্যালকেট মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, টেবিলে থাকা প্রস্তাবটি ইসরাইলের সাথে কেবল একটি ‘অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি’।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় একটি রেকর্ড করা বার্তা জারি করেছেন, যেখানে গাজায় অবশিষ্ট ৫৮ জন ইসরাইলি বন্দীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০ জন এখনও জীবিত বলে মনে করা হচ্ছে। ইসরাইলি নেতা প্রস্তাবিত চুক্তির বিষয়ে কোনও উল্লেখ করেননি। জর্ডানের রাজধানী আম্মান থেকে আল জাজিরার হামদা সালহুত জানিয়েছেন, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসের আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং ফিলিস্তিনি গোষ্ঠীর বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

হামাস তাদের পক্ষ থেকে জানিয়েছে যে তারা স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে অবশিষ্ট বন্দীদের মুক্তি দিতে ইচ্ছুক। তারা আরও বলেছে যে তারা গাজা উপত্যকার নিয়ন্ত্রণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করতে ইচ্ছুক, যেমনটি আরব লীগ-সমর্থিত ৫৩ বিলিয়ন ডলারের ছিটমহল পুনর্গঠনের পরিকল্পনায় প্রস্তাব করা হয়েছে। তবে ফিলিস্তিনি গোষ্ঠীটি অস্ত্র জমা দিতে বা গাজা থেকে তাদের নেতাদের নির্বাসনে অস্বীকৃতি জানিয়েছে, বলেছে যে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখল অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত এই দাবি তারা মেনে নেবে না।

সূত্র : আলজাজিরা

mzamin

No comments

Powered by Blogger.