বাংলাদেশ সংকট দেখিয়ে দিয়েছে স্বাধীনতার মূল্য কতটা: ভারতের প্রধান বিচারপতি
এসব ঘটনার প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করেন প্রধান বিচারপতি। স্বাধীনতা দিবসে সাংবাদিকদের উদ্দেশে ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, এদিন উপলক্ষ্যে আমি আপনাদের সবাইকে, আমাদের সাংবাদিক সমাজের কেন্দ্রীয় সদস্যদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিশেষ করে যারা আইনের সঙ্গে যুক্ত তাদেরকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। এটা এমন একটা দিবস যেদিন আমাদেরকে একে অন্যের প্রতি দায়িত্ব পালনের কথা, দেশের প্রতি দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি আরও বলেন, ভারতের সাধারণ মানুষদের দৈনন্দিন জীবনের কঠিন সময়গুলোর সংগ্রামের বিষয়ে কাজ করাই আদালতের বৈশিষ্ট্য। পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেন, সবার ওপরে সংবিধান। যদি এটা আইনসভা, নির্বাহী ও বিচারবিভাগ সমুন্নত রাখে তাহলে ভারত হবে একটি উন্নত দেশ। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিনিয়র আইনজীবী কপিল সিবাল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহার লাল নেহরুর বক্তব্যকে স্মরণ করেন। তাহলো দেশ স্বাধীনতাকে লালন করছে।
No comments