দুটি বিষয়ে অভিন্ন প্রশ্ন: সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে by ওয়েছ খছরু

সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন- গণিত ও ইংরেজিতে অভিন্ন প্রশ্নের কারণে এমনটি হয়েছে। আর শিক্ষাবিদরা বলছেন- এতে করে গুণগত মান বেড়েছে। অভিন্ন প্রশ্নের কারনে শহরের স্কুলে এর কোনো প্রভাব না পড়লেও গ্রামের স্কুলগুলোতে বিপর্যয়ের ছোঁয়া লেগেছে। বোর্ড সূত্র জানিয়েছেন- এবার সিলেট শিক্ষা বোর্ডে পাস করেছে ৭০ দশমিক ৪৩। গেল বার এ বোর্ডের পাসের হার ছিল ৮০ দশমিক ২৬ ভাগ। এতে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৩। রোববার দুপুর ১২টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করেন বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ। তিনি জানান, সাধারণ গণিতে খারাপ হওয়ার কারণে এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার কমেছে। ইংরেজিতে ছিল অভিন্ন প্রশ্ন। ফলাফল বিশ্লেষণে তিনি জানান, এবার এসএসসিতে সাধারণ গণিত বিষয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা একটু কঠিন হওয়ায় ফলাফলে পাসের হার কিছুটা কমেছে বলে মনে করেন তিনি। তিনি জানান, সাধারণ গণিত বিষয়ে ফেল করেছেন ৭৬ দশমিক ৬১ ভাগ শিক্ষার্থী। গণিতে যদি শিক্ষার্থীরা ভালো করত তবে ফলাফল আগের চেয়ে কিছুটা বাড়ত বলে মনে করেন তিনি। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট অংশগ্রহণ করেন ১ লাখ ৮ হাজার ৯২৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ৮৬৭ জন ও ছাত্রী ৬১ হাজার ৬১ জন। ছাত্রদের মধ্যে পাস করেছে ৩৪ হাজার ১৪৩ জন আর কৃতকার্য ছাত্রীর সংখ্যা ৪২ হাজার ৫৬৭ জন। এবারের ফলাফলে খুশি সিলেটের ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ সহ সরকারি স্কুলের শিক্ষকরাও। ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল হোসনে আরা জানিয়েছেন- তার স্কুলের ফলাফলে তিনি সন্তুষ্ট। এবার কোনো বিষয়ে অভিন্নতা থাকলেও এতে কোনো প্রভাব পড়েনি। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল বাবলী পুরকায়স্থ জানিয়েছেন- তার স্কুলের মেয়েরা ভালো করেছে। এতে শিক্ষকরা কঠোর পরিশ্রম করেছে। প্রশ্নে অভিন্নতা থাকলেও ফলাফলে এর তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান তিনি। সেরা সিলেট ক্যাডেট : এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে অতীত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ‘আলোকের অভিসারী’ খ্যাত সিলেট ক্যাডেট কলেজ। এবার এসএসসি পরীক্ষায় সিলেট ক্যাডেট কলেজ থেকে মোট ৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪৪ জনই জিপিএ-৫ পেয়েছে। সহশিক্ষা কার্যক্রমের মতো শিক্ষা কার্যক্রমে ক্যাডেটরা আকর্ষণীয় সাফল্য অর্জন করায় কলেজ অধ্যক্ষ ক্যাপ্টেন এম মাকসুদ আলম, (ই), এনইউপি, বিসিজিএম, বিসিজিএমএস, পিএসসি, বিএন ক্যাডেট, অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন- ‘সিলেট ক্যাডেট কলেজের এই সাফল্য সিলেটবাসীকে শিক্ষা অনুরাগী হতে আরো অনুপ্রাণিত করবে।’ ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সৃজনশীল দেশপ্রেমিক মানব সম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে বলে অধ্যক্ষ বিশ্বাস করেন এবং আগামীতেও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। এদিকে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও এগিয়ে ছেলেরা। মোট ৩ হাজার ১৯১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১হাজার ৭১৮ ও ছাত্রী ১ হাজার ৪৭৩ জন। এবছর সিলেট বোর্ডে এসএসিতে ১ লাখ ৮ হাজার ৯২৮জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে পাস করে ৭৬ হাজার ৭১০ জন পরীক্ষার্থী। পাসকারীদের মধ্যে ৩৪ হাজার ১৪৩ জন ছেলে এবং ৪২ হাজার ৫৬৭ জন মেয়ে। এদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, মানবিক বিভাগে ৬২ দশমিক ৩৫ শতাংশ ও বাণিজ্য বিভাগে ৮১ দশমিক ৬৫ শতাংশ। ব্লু-বার্ডে উল্লাস : ফলাফল ঘোষণার পর সিলেটের নীলপাখিদের দল ব্লু-বার্ডে আনন্দ উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। গোটা ক্যাম্পাস ছুঁয়ে যায় এ উল্লাস। এতে এসে শরিক হন শিক্ষকরাও। এ কলেজ থেকে এবার ১৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলাফল ঘোষণার ক্যাম্পাসে ঢাক-ঢোল পিটিয়ে নেচেগেয়ে তারা উল্লাস করেন। যখন কলেজের অধ্যক্ষ একেক করে ফলাফল ঘোষণা করছিলেন তখন উল্লাস করেন শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ জানালেন- কলেজের শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টার কারণে এই ফলাফল হয়েছে। এ ক্ষেত্রে অভিভাবকরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি এজন্য সবাইকে অভিনন্দন জানান। পাবলিক স্কুলে ৯৮ জন জিপিএ-৫ : প্রতি বছরের ন্যায় এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ৯৮টি জিপিএ-৫ অর্জনসহ সাফল্য করেছে। রোববার প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশে অধ্যক্ষ মো. ফয়জুল হক ফলাফল ঘোষণা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অর্জিত ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরো ভালো ফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলে সিলেটের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এসএসসি পরীক্ষায় ২৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন, এ গ্রেড ১২৩ জন, এ মাইনাস ৪৫ জন, বি ১৯ জন এবং সি গ্রেড ৫ জন। অধ্যক্ষ অর্জিত এ ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। গতবারের এসএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান ৬২টি জিপিএ-৫ অর্জন করেছে।

No comments

Powered by Blogger.