ক্ষেপণাস্ত্র হচ্ছে ইরানের প্রতিরক্ষা শক্তির প্রধান উপাদান: আইআরজিসি

ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের প্রতিরক্ষার প্রধান উপাদান হচ্ছে ক্ষেপণাস্ত্র। ইরান কখনোই তা হাতছাড়া করবে না। আজ (সোমবার) তেহরানে পারস্য উপসাগর বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সালামি বলেন, ইরান আন্তর্জাতিক আইনের আওতায় তৎপরতা চালাচ্ছে। আইনের বাইরে কখনোই কিছু করে নি তেহরান।
আইআরজিসির উপ-প্রধান বলেন, আমেরিকা ইরানকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান কখনোই কোনো দেশকে হুমকি দেয় নি এবং ইরান সব সময় অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা পোষণ করে।
তিনি বলেন, ইরান মজলুমদের পক্ষে। এ কারণে ইয়েমেনে মজলুম মানুষের ওপর সৌদি আগ্রাসনের বিরোধিতা করে আসছে। এছাড়া সিরিয়ার সরকারের আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতে ইরান সেখানে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে।

No comments

Powered by Blogger.