রেহাই পাচ্ছে না মুরসির সমর্থকরা, আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন সিসি

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার পরিকল্পনার অভিযোগে মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহম্মদ মুরসির ১০ সমর্থককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। এ ছাড়া মুরসির আরো ৫ সমর্থককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্র্যান্ড মুফতির কাছে আপিল করতে পারবেন দণ্ডপ্রাপ্তরা। দণ্ডপ্রাপ্তরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ইসলামি ব্রাদারহুডের সদস্য। ২০১৩ সালে মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহম্মদ মুরসিকে ক্ষমচ্যূত করার পরই তার দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেন আবদেল ফাত্তাহ আল সিসি। এদিকে মুরসিকে গ্রেফতারের পরই দেশটিতে ব্রাদারহুড সমর্থকদের গণগ্রেফতার করতে থাকে সেনা সদস্যরা। আগামী মাসে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়, আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন সিসি।

No comments

Powered by Blogger.