মধ্যপ্রাচ্যে ঘাঁটি করার অনুমতি পাবে না ন্যাটো

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, এ অঞ্চলের প্রতিরোধ ফ্রন্টগুলো মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে মধ্যপ্রাচ্যে ঘাঁটি করার সুযোগ দেবে না। ইরাকের ভাইস প্রেসিডেন্ট নূরি আল-মালিকির সঙ্গে শনিবার বাগদাদে এক বৈঠকে তিনি একথা বলেন। ড. বেলায়েতি বলেন, ফোরাত নদীর পূর্ব উপকূলে মার্কিন সেনাদেরকে কোনোমতেই মোতায়েনের সুযোগ দেয়া উচিত হবে না।
তিনি বলেন, ইরান শেষ মুহূর্ত পর্যন্ত ইরাকের জনগণ ও সরকারের পাশে থাকবে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর আমাদেরেকে আরো বেশি সতর্ক থাকতে হবে। বৈঠকে ইরাকের ভাইস প্রেসিডেন্ট বলেন, ইরাকের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হোক তা দেখতে দেশের জনগণ প্রস্তুত নয়। তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টগুলোর মতো ইরাক সরকারও মনে করে ফোরাত নদীর পূর্ব উপকূলে মার্কিন সেনাদের থাকা উচিত নয়। তিনি আরো বলেন, সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার ফলে এ এলাকায় নতুন করে সন্ত্রাসবাদ আাঘাত হানতে পারে এবং তাকফিরি ধারাকে শক্তিশালী করতে পারে যার মূল লক্ষ্য থাকবে প্রতিরোধকামী শক্তিগুলোকে বিশেষ করে ইরানকে দুর্বল করা। এদিকে, ড. বেলায়েতির সঙ্গে আলাদা বৈঠকে ইরাকের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হুমাম হামুদি একই ধরনের মনোভাব ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরাকে বিদেশি সেনা উপস্থিতির আর কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, ইরাকে বিদেশি সেনা থাকবে কিনা তা একমাত্র জাতীয় সংসদই সিদ্ধান্ত নিতে পারে।

No comments

Powered by Blogger.