মোবাইলে হীরার স্ক্রিনগার্ড!

মোবাইল ফোনের ক্ষতি এড়াতে স্ক্রিনে শক্তিশালী গরিলা গ্লাস লাগিয়ে নিশ্চিন্ত থাকেন অনেকেই। কিন্তু এর পরও ভয় থেকে যায়। আর তাই তাদের জন্যই আখান সেমিকন্ডাক্টর নামে এক সংস্থা বাজারে এনেছে হীরার স্ক্রিনগার্ড। গরিলার চেয়েও অনেক শক্তিশালী এই স্ক্রিনগার্ড।
মোবাইল ফোনকে আরও সুরক্ষিত করতে গরিলার আদলে তৈরি হবে স্ক্রিনগার্ডটি। মিরাজ ডায়মন্ড গ্লাস নামে এ স্ক্রিনগার্ডটি গরিলা গ্লাসের চেয়ে আরও কার্যকর ও ক্ষমতাশালী। ডায়মন্ড ন্যানোক্রিস্টাল দিয়ে তৈরি হবে এ স্ক্রিনগার্ডটি। হীরার কাঠিন্যের জন্য মিরাজ ডায়মন্ড গ্লাস সেরা স্ক্রিনগার্ড হিসেবে কাজ করবে, দাবি প্রস্তুতকারী সংস্থার। সব কিছু ঠিকঠাক থাকলে ২০১৯ সালে বাজারে আসতে চলেছে এই ডায়মন্ড গ্লাস। তবে যেমন নাম দামও হবে তেমনই। যদিও কত দাম হবে তা এখনও খোলসা করেনি প্রস্তুতকারী সংস্থা। তবে তা যে বেশ চড়া হবে তার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

No comments

Powered by Blogger.