ক্যান্সার রোগীদের জন্য প্রাভা হেল্থের সুসংবাদ

প্রাভা হেল্থ ও আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল একটি সমঝোতা স্মারকের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছে। এর ফলে এখন থেকে আহসানিয়া মিশনের সকল রোগীরা অনেক সহজে এবং সুলভ মূল্যে প্রাভার বিস্তৃত ক্যান্সার ডায়াগনস্টিক সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। মৃত্যুর কারণগুলোর মধ্যে বাংলাদেশে ক্যান্সারের অবস্থান ষষ্ঠ। প্রতি বছরেই আহসানিয়া মিশন শতাধিক ক্যান্সার আক্রান্ত রোগীদের বিশ্বমানের ক্যান্সার নিরাময় সেবা দিয়ে থাকে। প্রাভা’র সাথে এই চুক্তিবদ্ধতার ফলে রোগীদের টার্গেটেড এজেন্টের ব্যবহারে বিশ্বমানের ট্রিটমেন্ট দেয়ার যে লক্ষ্য আমাদের ছিল তাও পূরণ হবে, বলেন প্রোফেসর ডঃ কামরুজ্জামান চৌধুরী, আহসানিয়া মিশনের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর এবং রেডিয়েশন অঙ্কলজি বিভাগের প্রধান। ২০১৭ সালের অক্টোবর মাসে প্রাভায় বাংলাদেশের সর্বপ্রথম মলিকিউলার ক্যান্সার ডায়াগনস্টিক পিসিআর টেস্ট সফলভাবে কার্যকর হয়। কোলোরেক্টাল, ব্রেস্ট, সার্ভিক্যাল, ও লাঙ্গ ক্যান্সারের প্রাথমিক স্তরের নির্ণয়ের জন্যে অঙ্কলজি মলিকিউলার ডায়াগনস্টিকস বা মলিকিউলার ক্যান্সার ডায়াগনস্টিকস, সবচেয়ে কার্যকরী বলে গণ্য হয়ে থাকে। যার কারণে মৃত্যুর হার কমে এবং রোগটির সাথে মানিয়ে চলা হয়ে ওঠে সহজতর। অতীতে বাংলাদেশি রোগীদের এসকল টেস্টগুলো করাতে হলে দেশে নমুনা সংগ্রহের পর তা বিদেশে পাঠাতে হত। বাংলাদেশে এই টেস্টগুলো চালু করবার ফলে প্রাভা যে শুধুমাত্র এসব টেস্টের ফলাফলের ত্রুটিগুলো কমিয়ে আনছে তাই নয়, তারা রোগীদের জন্যে উল্লেখযোগ্য পরিমাণের খরচ কমিয়ে দেয়ার পাশাপাশি রিপোর্ট সংগ্রহের সময়ও কমিয়ে দিচ্ছে।
প্রাভা হেল্থের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী সিলভানা কিউ সিনহা, ইএসকিউ, বলেন, দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে কোন ক্যান্সার রেজিস্ট্রি নেই, যা তৈরি করতে আমরা সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত হবার আশা রাখি। আমরা এটাও বিশ্বাস করি যে যতগুলো ক্যান্সারের ঘটনা আমরা জানতে পারি তার চেয়ে বেশী মানুষের ক্যান্সার হয় এদেশে। ক্যান্সারের প্রাথমিক স্তরের নির্ণয় অতঃপর কার্যকরী চিকিৎসার নির্দেশনা দিয়ে মৃত্যুর হার কমানোর জন্যে অঙ্কলজিতে মলিকিউলার ক্যান্সার ডায়াগনস্টিকের জুড়ি নেই। বাংলাদেশে প্রথমবারের মত স্টেট-অফ-দি-আর্ট ক্যান্সার ডায়াগনস্টিকের সেবা চালু করতে পেরে এবং আহসানিয়া মিশনের সাথে পার্টনারশিপ করতে পেরে প্রাভার সকলেই অত্যন্ত আনন্দিত। প্রাভা হেল্থের ক্যান্সার ডায়াগনস্টিক্সের সিনিয়র ডিরেক্টর এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি মেডিসিন এবং বায়োটেকনোলজি ডিভিশনের ল্যাবরেটরি অফ ইম্যুনোলজি এর প্রাক্তন প্রধান ডঃ জাহিদ হুসাইন বলেন, আহসানিয়া মিশন গত ১৫ বছর যাবত বাংলাদেশি রোগীদের ক্যান্সার নিরাময়ের চিকিৎসা প্রদান করে আসছে। আহসানিয়া মিশন ও প্রাভা’র এই গুরুত্বপূর্ণ চুক্তিবদ্ধতার লক্ষ্য হচ্ছে রোগীদের জন্যে প্রথমবারের মত ক্যান্সার পরীক্ষায় ব্যবহৃত সর্বশেষ প্রযুক্তি সহজলভ্য করে দেয়া। এছাড়াও, ক্যান্সার আক্রান্ত রোগীদের টার্গেটেড থেরাপীর ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নেয়ার জন্যে দ্রুত রিপোর্ট পাওয়াটা অত্যন্ত জরুরী।

No comments

Powered by Blogger.