নাইজারে বোকো হারামের হামলায় ৭ সৈন্য নিহত

নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্দেহভাজন বোকো হারামের হামলায় এ সপ্তাহে কমপক্ষে সাতজন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। শুক্রবার সরকার একথা জানায়। খবর এএফপি’র। মন্ত্রীসভার এক বিবৃতিতে বলা হয়, তোমোরে বুধবার রাতে কাপুরুষোচিত এ সন্ত্রাসী হামলায় সাতজন নিহত ও ১৭ জন আহত হয়।
এ ঘটনায় এখনো এক সৈন্য নিখোঁজ রয়েছেন। নাইজেরিয়া ও শাদের সীমান্তবর্তী দিফা প্রশাসনিক অঞ্চলে তোমোরের অবস্থান। ২০১৫ সাল থেকে এ অঞ্চলে বারবার বোকো হারামকে ভয়াবহ হামলা চালাতে দেখা যায়। যদিও সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চল অনেকটা শান্ত রয়েছে। হামলায় সামরিক হতাহতের সংখ্যার ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। উল্লেখ্য, ২০০৯ সালে বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তাদের তৎপরতা শুরু করে। তারা এ ধরণের কর্মকাণ্ড নাইজারে শুরু করে ২০১৫ সালে।

No comments

Powered by Blogger.