অসংলগ্ন জবাবে হোম নিয়ে বিব্রত গুগল

বিভিন্ন প্রশ্নের অসংলগ্ন জবাব দিয়ে স্মার্ট স্পিকার ‘হোম’ বিব্রত করছে গুগলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এ ডিভাইস নিয়ে অসন্তোষের কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা। কয়েকদিন আগে যিশুখ্রিস্ট সম্পর্কে জানতে চাইলে স্মার্ট স্পিকার কোনো জবাব দিতে পারেনি। অথচ অন্য ধর্মের মনীষীদের সম্পর্কে ঠিকঠাক বলেছে। এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের মনে আঘাত দিয়েছে।
নারীর বিষয়ে একটি প্রশ্নে হোম এমন জবাব দেয়, যা সঠিক নয়। অপর এক প্রশ্নের জবাবে রিপাবলিকানদের নাৎসিদের সঙ্গে তুলনা করে ক্ষমতাসীন মার্কিন সরকার ও সমর্থকদের ক্ষেপিয়েছে হোম। গুগল বিষয়টি নিয়ে ত্বরিত ব্যবস্থা নিয়েছে। তারা গুগল হোম থেকে সব ধর্মের মনীষীদের বিষয়ে তথ্য সরিয়ে নিয়েছে। এখন এসব বিষয়ে প্রশ্নে গুগল হোম কোনো জবাব দেবে না। সব ক্ষেত্রে হোমের জবাব, ‘রিলিজিয়ন ক্যান বি কম্পি­কেটেড, আই অ্যাম স্টিল লার্নিং’। গুগলের তরফ থেকে বলা হয় সমস্যাটা আসলে দৃষ্টিভঙ্গির। হোম একটি স্পিকার মাত্র। এখানে আপনার সার্চের প্রথম ফলাফলটি আপনাকে পড়ে শোনানো হয়। স্পিকারের নিজের কোনো মত নেই। তবে ব্যবহারকারীরা বলছেন, যে কোনো বিষয়ে একটি সঠিক জবাব দেয়া জরুরি। হোম গুগলের একটি স্মার্ট স্পিকার, এটি গুগল ভয়েস সার্চের মতো কাজ করে। আপনি স্পিকারকে কোনো প্রশ্ন করলে সেটি সঙ্গে সঙ্গে একটি জবাব দেবে। জবাবটি আসবে আপনার গুগল সার্চের প্রথম ফলাফল থেকে। -আইটি ডেস্ক

No comments

Powered by Blogger.