মানবিজ থেকে সেনা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম তুরস্কের

সিরিয়ার মানবিজ থেকে কুর্দি যোদ্ধাদের বিতাড়িত করার পরিকল্পনা ঘোষণার পর সেখান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মওলুদ কাভুসওগলু এ বিষয়ে শনিবার বলেছেন, মানবিজ খালি করে দেয়া তাদের জন্য খুবই প্রয়োজন। একই সাথে সিরীয় কুর্দি যোদ্ধাদের সংগঠন সিরিয়ান কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটকে (ওয়াইপিজে) সমর্থন বন্ধ করতে কথায় নয়, যুক্তরাষ্ট্রকে আরো কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। তুরস্কের স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। তুরস্কের দৈনিক হুররিয়াতের খবরে বলা হয়েছে, ভূমধ্য প্রদেশ হিসেবে পরিচিত আনাতালিয়ায় শনিবার সাংবাদিকদের উদ্দেশে কাভুসওগলু বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই এ সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।’
হুররিয়াত জানায়, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার টেলিফোনে নিশ্চিত করেছেন, ওয়াশিংটন ওয়াইপিজেকে আর অস্ত্র দেবে না। এর এক দিন পর মানবিজ থেকে সেনা সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে আহ্বান জানালেন কাভুসোগলু। সিরিয়ান কুর্দিশ ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি) সামরিক শাখা ওয়াইপিজেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সাথে যুক্ত বলে মনে করে তুরস্ক। তুরস্কের কুর্দিদের রাজনৈতিক সংগঠন পিকেকে দেশটিতে নিষিদ্ধ। সিরিয়ার আফরিন থেকে ওয়াইপিজেকে বিতাড়িত করতে সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সহযোগিতা নিয়ে ২০ জানুয়ারি অভিযান শুরু করে তুরস্ক। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মানবিজসহ সব স্থান থেকে ওয়াইপিজেকে সিরিয়ার সর্বপূর্বে ইরাকের সীমান্তের দিকে হটিয়ে দেয়া হবে। তা ছাড়া কুর্দি বিদ্রোহীদের থেকে মিত্রদের দূরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। শনিবার ইস্তাম্বুলে এক টেলিভিশন ভাষণে তিনি এ আহ্বান জানান। ভাষণে এরদোগান কুর্দিদের জন্য অব্যাহত সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন। যদিও তিনি ন্যাটোর এ মিত্র দেশটির নাম সরাসরি উল্লেখ করা থেকে বিরত ছিলেন। এরদোগান বলেন,
‘তারা সন্ত্রাসীদের পাশে দাঁড়িয়ে তাদের নিজস্ব ইচ্ছার পদধ্বনি দিচ্ছে এবং সতর্ক বার্তা দিচ্ছে যে তাদের কারোরই কোনো কিছুই ঘটতে পারে না।’ যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত কর তিনি আরো বলেন, ‘আপনি যদি ভিজতে না চান, তাহলে বৃষ্টির জন্য আপনার অপেক্ষা করা উচিত নয়।’ এরদোগান তার দেশের চলমান সামরিক অভিযান মানবিজ এলাকায় সম্প্রসারিত করার প্রতিজ্ঞা করেন। এ মানবিজ এলাকাতেই কুর্দিদের সাথে মার্কিন বাহিনীর সৈন্যরা অবস্থান করছে। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে সতর্ক করে দিয়ে বলা হয়, যেকোনো ‘ভুল হিসেব’ তুুর্কি ও আমেরিকান বাহিনীর মধ্যে একটি সরাসরি দ্বন্দ্বের জন্ম দিতে পারে। শনিবার প্রকাশিত তুরস্কের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আফরিন অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৩৯৪ জনকে নিরস্ত্রীকরণ করা হয়েছে। এতে আরো দাবি করা হয়েছে, পিকেকে, কুর্দিস্তান কমিউনিস্ট ইউনিয়ন, পিওয়াইডি/ওয়াইপিজে এবং ইসলামিক স্টেটের (আইএস) ৩৪০টির বেশি আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় তিন তুর্কি সেনা ও এফএসএর ১৩ যোদ্ধা নিহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, শনিবার আফরিন থেকে ছোড়া একটি রকেট তুরস্কের সীমান্ত প্রদেশ কিলিসে পাঁচ তলা একটি বাড়িতে আঘাত করলে এতে দুইজন আহত হয়।

No comments

Powered by Blogger.