ইমরান খানের আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খানের আগাম নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছে দেশটির প্রধান দুদল পিপিপি ও মুসলিম লীগ (নওয়াজ)। তারা বলেছে, আগাম নির্বাচন গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল বলেন, আগাম নির্বাচনের দাবি মেনে নেয়া সম্ভব নয়।
সিনেটের সভাপতি রাজা রাব্বানি বলেন, ‘গণতন্ত্রের প্রতি সম্মান দেখানো উচিত। কারণ এর মধ্য দিয়ে দেশ শক্তিশালী হবে’। তিনি আরও বলেন, ‘আমরা আগাম নির্বাচনের দাবির প্রতি সমর্থন জানাব না’। আগামী জুলাই মাসে পাকিস্তানে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু পিটিআইর প্রধান ইমরান খান দাবি করেছেন, জুলাইয়ের আগেই নির্বাচন দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলায় সফল হওয়ার পর ইমরান খান এখন নিজেকে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব মনে করছেন। আগাম নির্বাচনের মাধ্যমে দ্রুত ক্ষমতায় বসতে চান তিনি।

No comments

Powered by Blogger.