গ্র্যামি উৎসবে ট্রাম্পকে নিয়ে লেখা বই পড়লেন হিলারি

‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইটি মার্কিন রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা এ বইয়ের উপস্থিতি ছিল এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরেও। রোববার গ্র্যামি উৎসবে বইয়ের কিছু অংশ পড়েন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। ওই অংশটিতে লেখা ছিল ‘ম্যাকডোনাল্ডের খাবারের বিষয়ে ট্রাম্পের ভালোবাসা’ নিয়ে। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান চলাকালে একটি ভিডিও শেয়ার করেন উপস্থাপক জেমস করডেন। এতে দেখা যায়, বিভিন্ন সঙ্গীত তারকা ‘পরবর্তী বছরের সেরা স্পোকেন ওয়ার্ড অ্যালবাম’ পদকের জন্য অডিশন দিচ্ছেন। এজন্য তাদের পড়তে দেয়া হয়েছে ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইটি। কিন্তু কেউ নির্বাচিত হননি। সবার শেষে বইটি পড়েন ৭০ বছর বয়সী হিলারি। পরে তাকেই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। যদিও পুরো ভিডিওটাই স্রেফ মজা করেই তৈরি করা হয়েছে। হিলারি পড়েন, ‘খাবারে বিষ প্রয়োগ করা হবে এমন ভীতি ট্রাম্পের দীর্ঘদিন ধরে ছিল।

No comments

Powered by Blogger.