ঢাকা- নারায়ণগঞ্জ সড়কে ২৫ কিলোমিটার যানজট

ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ। ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি নামক এলাকায় ব্রিজের পাশে মাটিধসে যাওয়ায় শনিবার রাত আড়াইটা থেকে প্রধান ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে ২৫ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোববার দুপুরেও দেখা গেছে একই অবস্থা। ট্রাকচালক আমিনুল ইসলাম জানান, খালি গাড়ি নিয়ে সিরাজগঞ্জ থেকে মাল নিতে মুক্তারপুরে যাওয়ার পথে রাত আড়াইটার সময় পঞ্চবটিতে যানজটে আটকা পড়ি। রোববার বেলা ১১টায় আটকাপড়া স্থানটি থেকে ট্রাক নিয়ে মাত্র ১০ গজ এগোতে পেরেছি। এ সড়কে কখনো এমন যানজট হয়নি। চালক সিরাজ মিয়া জানান, রাতে মুক্তারপুর কারখানা থেকে সিমেন্টের বস্তা নিয়ে ঢাকায় যাওয়ার পথে পঞ্চবটি রাত ৩টা থেকে আটকা পড়ে আছি। গাড়ি নিয়ে আগাতে পারছি না। নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) জিয়াউল হক জানান, ঢাকা- মুন্সীগঞ্জ সড়কের কাশিপুরে ব্রিজের পাশে নির্মাণাধীন রাস্তা ধসে পড়েছে রাত আড়াইটায়। এর পর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর রাস্তার সংস্কারকাজ করছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা দ্রুত কাজ সম্পন্ন করে যান চালু করার ব্যবস্থা করছে।

No comments

Powered by Blogger.