নেপালের নির্বাচনে ভারতঘেঁষা জোট জয়ের পথে

নেপালের সাধারণ নির্বাচনে ভারতঘেঁষা বামপন্থী জোটের জয়ের আভাস পাওয়া যাচ্ছে। সাবেক মাওবাদী বিদ্রোহী ও মধ্যপন্থী কমিউনিস্টদের জোট জয়ের পথে রয়েছে। বৃহস্পতিবার সংসদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণের পর যে ৮০টি আসনে গণনা শুরু হয়েছে তার ৬৩ টিতেই এগিয়ে রয়েছে বামপন্থীরা। নেপালের শতাব্দী প্রাচীন রাজতন্ত্রের বিলুপ্তি ও গৃহযুদ্ধ শেষ হওয়ার পর গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের। নির্বাচনে বামপন্থী জোট নিশ্চিতভাবে জয় পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নেপালি দৈনিক নাগরিকের সম্পাদক গুনারাজ লুইন্টেল। তিনি বলেন, ‘এ পর্যন্ত যে ধারণা পাওয়া গেছে তাতে মনে হচ্ছে, তারা দুই-তৃতীয়াংশ আসনে জয় পেতে পারে। যদি তাই হয় তাহলে তা হবে নিরঙ্কুশ বিজয়।’
মোট দেড় কোটি ভোটারের ভোটেই সংসদের ২৭৫টি আসনের ফলাফল নির্ধারিত হবে। তবে এসব আসনের মধ্যে ১৬৫টি আসনের সংসদ সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। বাকি ১১০টি আসন দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে নির্ধারিত হবে। দেশটির দক্ষিণাঞ্চলীয় সমভূমি থেকে ভোট গণনার ফলাফল তেমন একটা পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। দেশের অর্ধেক জনসংখ্যা অধ্যুষিত ওই এলাকায় কমিউনিস্টদের প্রতি সমর্থন তুলনামূলক কম বলে ধারণা পর্যবেক্ষকদের। ২৬ নভেম্বর এ নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ করা হয়। দু’দফার ভোট গণনা শেষে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করার কথা রয়েছে। তবে দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, গণনার জটিল পদ্ধতির জন্য ফল ঘোষণায় ১০ দিনের মতো সময় লেগে যেতে পারে।

No comments

Powered by Blogger.