রাজশাহীতে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চরভুবনপাড়া (ট্যাকপাড়া) এলাকার জালালের ছেলে আবু (৪২) এবং একই এলাকার আলাউদ্দিনের ছেলে মিছু (৩০)। বিজিবির এক কর্মকর্তা জানান, নিহত আবু ও মিছু রাতে সহযোগীদের নিয়ে কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশের ভেতরে গরু ঢোকানোর চেষ্টা করছিলেন। বিষয়টি বাংলাদেশের দিয়াড়মানিকচকের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বরমতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে আসে। এ সময় বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করেন। গুলিতে ঘটনাস্থলেই আবু ও মিছু নিহত হন। নিহত মিছুর লাশ তার সহযোগীরা বাংলাদেশে নিয়ে আসেন। তবে আবুর লাশ নিয়ে গেছে বিএসএফ। এ ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার জানান, এ বিষয়ে বিএসএফকে মেসেজ  দেয়া হয়েছে। পতাকা বৈঠকের পর আবুর লাশ ফেরতের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.