শিক্ষার্থীবিহীন স্কুল

নিউজিল্যান্ডের একটি গ্রামীণ স্কুলে একজনও শিক্ষার্থী নেই। তবে হাল ছাড়ার পাত্র নয় স্কুল কর্তৃপক্ষ। তারা বলছেন, স্কুলটিকে খোলা রাখা হবে এই আশায় যে ভবিষ্যতে হয়তো কোনো শিক্ষার্থী ভর্তি হতে আসতে পারে। দ্য গার্ডিয়ান জানায়, নর্থ আইল্যান্ডের তুতুরুমুরি স্কুলটিতে গত টার্মে কোনো শিক্ষার্থীই ছিল না।
নতুন বছরেও সেখানে কেউ ভর্তি হওয়ার আবেদন করেনি। শিক্ষকরা বলছেন, স্থানীয় পরিবারগুলো অন্যত্র চলে যাওয়ায় তারা শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছেন। স্কুল পরিচালনা কর্তৃপক্ষ বলছে, তারা হাল ছাড়বে না। স্কুলের তিনজন স্টাফকে ব্যাংক সঞ্চয় থেকে বেতন দেয়া হবে যাতে আগামী টার্মে শিক্ষার্থী ভর্তি হতে পারে। আগামী বছরও কেউ ভর্তি না হলে তারা একটি বাস কিনে শিশুদের পাশের আরেকটি স্কুলে শিক্ষার ব্যবস্থা করবেন। ওই স্কুলটি ৩৫ কিলোমিটার দূরে।

No comments

Powered by Blogger.