খুলনার সাতজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দােয়র করা মামলায় খুলনার আমজাদ হোসেন হাওলাদারসহ (৭৫) সাতজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত সংস্থা। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তা সানাউল হক এ প্রতিবেদন প্রকাশ করেন। অন্য ছয়জন হলেন- মোজাহার আলী শেখ (৬৫), মো: সহর আলী সরদার (৬৫), মো: আতিয়ার রহমান শেখ (৭৫), মো: মোতাছিম বিল্লাহ (৬৬), মো: কামাল উদ্দিন গোলদার(৮০) ও মো: নজরুল ইসলাম (৬০)। এবিষয়ে সানাউল হক বলেন, এ মামলার তদন্ত শুরু হয়েছিল ২০১৫ সালের ১৫ নভেম্বর। আসামিদের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আট জনকে হত্যা, মালামাল লুট করার পর বাড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করার অভিযোগ তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট আসামির মধ্যে গ্রেফতার আছেন ৬ জন, পলাতক একজন এবং জেলহাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।’ অপরাধ সংগঠনের স্থান খুলনা জেলার বটিয়াঘাটা থানা। অপরাধীদের বিরুদ্ধে মোট ৭টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে বলেও জানান সানাউল হক।

No comments

Powered by Blogger.