‘ট্রাম্প ভাইয়া’র জন্য পাঠান হল ১০০১টা রাখি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ভারত থেকে হোয়াইট হাউসে ১০০১টা রাখি পাঠানো হয়েছে। রাখি কী জিনিস ট্রাম্প হয়তো জানেনও না। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ট্রাম্পের জন্য ভারত থেকে ১০০১টা রাখি পৌঁছাচ্ছে হোয়াইট হাউসে। পাঠাচ্ছেন ভারতের হরিয়ানা রাজ্যের মারোরা গ্রামের মেয়েরা। শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য দিল্লিতেও ৫০১টা রাখি পাঠাচ্ছেন তারা। খবর এনডিটিভির। সুলভ ইন্টারন্যাশনাল স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান বিন্দেশ্বর পাঠক জানান, মুসলিম অধ্যুষিত এই প্রত্যন্ত গ্রামটির বাসিন্দাদের স্যানিটারি ল্যাট্রিন সম্পর্কে সচেতনতা তৈরিতে এ উদ্যোগ। সেখানে গ্রামে শৌচাগারের কাজ করতে গিয়ে অযথা মার্কিন প্রেসিডেন্টের প্রচার ঠিক যাচ্ছে না। তাই সপ্তাহ ঘোরার আগেই মারোরা থেকে খুলে ফেলা হয় সব ছবি-পোস্টার। কিন্তু গ্রামের ট্রাম্প-প্রীতি যে যায়নি, তা স্পষ্ট হয়ে গেল রাখি আসতেই। এবারও তাদের যুক্তি, দু’দেশের সম্পর্ক পোক্ত করতেই এ উদ্যোগ।

No comments

Powered by Blogger.