আগস্ট মাস কি ক্ষমতাসীনরা গুম করেছে : রিজভী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংলাপের নামে জাতির সঙ্গে ‘তামাশা’ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় তিনি একথা বলেন। সংগঠনের প্রয়াত নেতা মুন্সি জামাল উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের পরিচালনায় এতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন। রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজের বৈঠকের পর সিইসি বললেন, তারা (সুশীল সমাজ) যে  সুপারিশ করেছেন তা শাসনতন্ত্র এবং প্রচলিত আইনে যতটুকু আছে, ততটুক ধরা হবে। তাহলে আপনি তামাশা করছেন কেনো? এই নাটক না করলেই পারতেন’। তিনি আরও বলেন, উপস্থিত ৯০ ভাগ সুশীল সমাজের মানুষ-বুদ্ধিজীবী-বিজ্ঞজন তাদের সুপারিশকে অগ্রাহ্য করার জন্যে, তাদেরকে অপমান করার জন্য আপনি (সিইসি) ডেকেছিলেন?
যদি এটাই হয় তাহলে প্রচলিত আইন ও শাসনতন্ত্রের বিধান অনুযায়ী তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আপনি সংলাপের নামে যা করছেন সেটা দেশের মানুষ তামাশা বলে ধরে নেবে। পুরো আগস্ট মাসে বিএনপিকে কোনো কর্মসূচি করতে না দেয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘আগস্ট মাস কি ক্ষমতাসীন দল গুম করে নিয়েছে’। তারা কি ১২ মাসের একটি মাসকে গুম করে নিয়েছেন যে, এই মাসে অন্য কোনো রাজনৈতিক দল তার কোনো কর্মসূচি পালন করতে পারবে না। বিএনপি সদস্য সংগ্রহের দুই মাসব্যাপী কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে। ১৫ আগস্টের ঘটনা ‘মর্মান্তিক’ অভিহিত করে রিজভী বলেন, ‘আগস্ট মাসে মর্মান্তিক একটি ঘটনা হয়েছে-এটা শোকবহ ঘটনা, আমরাও বলি। এজন্য আওয়ামী লীগ শোক দিবস পালন করবে- সবই ঠিক আছে। আর সারা মাস কেউ কোনও অনুষ্ঠান করতে পারবে না- এটা হচ্ছে গুমের মনোবৃত্তি। এটা হচ্ছে, আমাদের সাংবাৎসরিক যে কর্মকাণ্ড সেখান থেকে একটি মাসকে অপহরণ করা। এটাই হচ্ছে বাকশালী মনোবৃত্তি এটাই হচ্ছে একক মনোবৃত্তি’।

No comments

Powered by Blogger.