শাহজালালে ৯ কেজি সোনা জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বুধবার দিনগত মধ্যরাতে এই সোনাগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সিরাজুল ইসলাম (৪১) নামের এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় তল্লাশি চালিয়ে ৯ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। ওই যাত্রী পিজি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে বুধবার মধ্যরাতে শাহজালালে অবতরণ করেন। খুদে বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা। পরে তাকে কাস্টমস হলে নিয়ে শরীর তল্লাশি করে এক কেজি ওজনের নয়টি বারে নয় কেজি ও ২৭৮ গ্রামের খণ্ডিত টুকরা স্বর্ণ পান। নয়টি অক্ষত এবং বাকি একটি বার টুকরা অবস্থায় পাওয়া যায়। আটক সোনার মূল্য প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা।

No comments

Powered by Blogger.