হিজাব পরা তিন কিশোরীর হেভি মেটাল ব্যান্ড

ব্যান্ডের নাম ভিওবি বা ভয়েস অব বাচেপ্রট অথবা ‘নয়েজি ভয়েস’। মাথায় হিজাব পরে স্টেজে উঠে নেচে-গেয়ে-বাজিয়ে মাতিয়ে তোলেন ইন্দোনেশিয়ার এই টিনেজাররা। ১৫-১৬ বয়সের এই তিনটি মেয়ে গিটার ও ড্রামস বাজিয়ে মেটালিকা ও স্লিপনটের মতো নামকরা পশ্চিমি হেভি মেটাল ব্যান্ডগুলোর গান গেয়ে থাকে। আবার শিক্ষা ইত্যাদি সামাজিক বিষয় নিয়ে তাদের নিজেদের লেখা গানও আছে বাহাসা ইন্দোনেশিয়া বা ইন্দোনেশীয় ভাষায়। পশ্চিম জাভার গারুট শহরের একটি স্কুলে ওদের পরিচয়। ব্যান্ডটি তৈরি হয় ২০১৪ সালে। ১৬ বছরের ফির্দা কুর্নিয়া জানান, হিজাব পরে বলেই যে তারা হেভি মেটাল ‘স্টার’ হতে পারবে না, এমন কোনো কথা নেই। ফির্দা নিজে গিটার বাজায় ও গান গায়। ভিডি রহমাওয়াতি বাজায় বেস গিটার, এছাড়া কণ্ঠ দেয়। আর আছে ইউয়িস সিতি, সে ড্রামস বাজায়। ওরা যে কিশোর-কিশোরী ও যুবজনতার কাছে খুবই জনপ্রিয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওদের কনসার্টের ভিডিও দেখলেই তা বোঝা যায়। তবে ইন্দোনেশিয়ার মতো একটি মুসলিমপ্রধান দেশে, যে দেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলিম, ভিওবি যা করছে, তা যে সর্বত্র সমর্থন পাবে, এমন ভাবাটা বোধহয় ভুল হবে। তবে ওদের বয়স কম, উৎসাহ অসীম এবং ওরা রেড হট চিলি পেপার্স, এমিনেম, লিনকিন পার্ক ইত্যাদির আদর্শে উদ্বুদ্ধ? হিজাব পরিহিত এই কিশোরীদের হাতে গিটার ও কণ্ঠে পশ্চিমি হেভি মেটাল মিউজিকের হিট গান শুনলে বোঝা যায় বিশ্বায়নের একটা নতুন সংজ্ঞা সৃষ্টি হতে চলেছে। ডয়চে ভেলে।

No comments

Powered by Blogger.