ট্রাকের ওপর বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের অরেঞ্জ কাউন্টির এক মহাসড়কে থাকা একটি ট্রাকের ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার সকালের এ দুর্ঘটনায় বিমানটির দুই আরোহী আহত হয়েছেন। তাদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার উত্তর-দক্ষিণ বরাবর ওই গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে গাড়ি চলাচল ব্যাহত হয়। খবর বিবিসির। দুই ইঞ্জিনের সেসনা ৩১০ বিমানটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান ডিয়াগো মহাসড়কের দক্ষিণমুখী ৪০৫ ফ্রি-ওয়ে লেনে বিধ্বস্ত হয়।
পরে বিধ্বস্ত বিমানটিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান পরিবহন প্রশাসনের মুখপাত্র আয়ান গ্রেগর বলেন, নিকটবর্তী জন ওয়েন বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটিকে বন্দরে ফেরানোর চেষ্টা করেন। তখনই প্রায় ৯টা ৩৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। মহাসড়কে বিধ্বস্ত হওয়ার আগে নিচের দিকে পড়তে থাকা বিমানটি একটি ট্রাককে আঘাত করে। এতে ট্রাকটির পেছনের অংশ সামান্য দুমড়ে-মুচড়ে গেছে। তবে ট্রাকটিতে থাকা ড্রাইভার কোনো আঘাত পাননি। অরেঞ্জ কাউন্টির শেরিফ দফতর মুখপাত্র বলেন, বিমানটির ধ্বংসাবশেষ থেকে গুরুতর আহত এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments

Powered by Blogger.