জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে লিটন-এনামুলরা অস্ট্রেলিয়ায়

বিসিবির হাইপারফরম্যান্স দল অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে শনিবার রাতে। দলে থাকা ক্রিকেটারদের লক্ষ্য এক, অস্ট্রেলিয়া কন্ডিশনে পারফর্ম করে নির্বাচকদের নজরকাড়া। এ সফরে এইচপি দল একটি তিনদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। মঙ্গলবার ডারউইন রাজ্য দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে এইচপি দল। বিরূপ কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে লিটন দাস, মেহেদী মারুফ, আবু হায়দার রনিদের অস্ট্রেলিয়া পাঠিয়েছে বিসিবি। দীর্ঘদিন ‘এ’ দলের কোনো সফর না থাকায় জাতীয় দলের বাইরের পরীক্ষিত ক্রিকেটারদের মূল্যায়ন করাও বেশ কঠিন হয়ে পড়েছে নির্বাচকদের। কারণ বিদেশি দলগুলোর সঙ্গে পারফরম্যান্সে ক্রিকেটারের প্রকৃত চিত্রটা উঠে আসে। এজন্য এ সফরের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশ ছাড়ার আগে ব্যাটসম্যান লিটন দাস বলেন, ‘সফরটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এখানে ভালো খেলতে পারলে নির্বাচকরা অবশ্যই নজর দেবেন।’
এদিকে জাতীয় দলে জায়গা হারানো আরেক ডান-হাতি ব্যাটসম্যান এনামুল হক বিজয় অস্ট্রেলিয়া সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে তার। কিন্তু ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। এনামুল হকের কথায়, ‘ভালো কিছু করার জন্য এটা বড় সুযোগ। উন্নতির কোনো শেষ নেই। সব ম্যাচই চ্যালেঞ্জের, এ সফরেও চ্যালেঞ্জ থাকবে।’ এদিকে কেন্দ্রীয় চুক্তি নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা। খেলোয়াড়রা ধর্মঘটে যেতে পারেন। এছাড়া অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংস্থা এসিএ’র আজকের সভায় তাদের পরবর্তী করণীয় নির্ধারণ করবে। ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের দাবি মেনে না নিলে ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরও বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে এসিএ। এ সমস্যার মধ্যেই বিসিবি এইচপি দলের সফর অনুষ্ঠিত হচ্ছে।
এইচপি স্কোয়াড : এনামুল হক বিজয়, তানভির হায়দার, লিটন কুমার দাস, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, সাদমান ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, নাজমুল হোসেন শান্ত, আবুল হাসান রাজু, আবু জায়েদ রাহী, হোসেন আলী, তাসামুল হক, ইরফান শুক্কুর, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

No comments

Powered by Blogger.