শেয়ারবাজারে টানা দরপতন

শেয়ারবাজারে টানা দরপতন চলছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে মূল্যসূচক ও বাজারমূলধনে এর প্রভাব পড়েছে। আর দিন শেষে মূল্যসূচক কমেছে ৫ পয়েন্ট। এ ছাড়া উভয় শেয়ারবাজারেই এদিন লেনদেনও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সোমবার ৩২৭টি কোম্পানির ১০ কোটি ৬৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩৭০ কোটি ৩১ লাখ টাকা। আগের দিনের চেয়ে যা ১০০ কোটি টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ১০৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৫৭টি এবং অপরিবর্তিত ছিল ৬৭টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫০ দশমিক ১২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে ২ হাজার ২৪ দশমিক ৭২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ৯২ পয়েন্ট কমে ১ হাজার ২৬২ দশমিক ৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকায় নেমে এসেছে। শীর্ষ দশ কোম্পানি : ডিএসইতে যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল : প্যারামাউন্ট টেক্সটাইল, ইফাদ অটো, লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিডি ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, মবিল যমুনা বাংলাদেশ এবং সিটি ব্যাংক। ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল : রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক, এশিয়ান প্যাসেফিক ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড-১, ইউসিবিএল, ন্যাশনাল টিউবস, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড-১, এমসিএল (প্রাণ) এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক মিউচুয়াল ফান্ড। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হল : সাভার রিফ্রেক্টরিজ, আইসিবি সোনালী ১, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, নদার্ন ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

No comments

Powered by Blogger.