ডায়াবেটিসে ত্বকের সমস্যা

ডায়াবেটিস থেকে ত্বকেরও নানা সমস্যা দেখা দিতে পারে। তাই এ রোগীদের ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন।
সমস্যা
-চোখের পাতায় বা দেহের যে কোনো জায়গায় ফোড়া, ফুসকুড়ি দেখা দিতে পারে। নখের গোড়ায় প্রদাহ হয়।
-দেহের যে কোনো ভাঁজে, কুঁচকিতে ছত্রাকের আক্রমণ হয়ে ত্বক চুলকায়।
-রক্তে উচ্চমাত্রায় সুগার ত্বককে পানিশূন্য করে। ফলে ডায়াবেটিস রোগীর ত্বক শুষ্ক, ফেটে যায় ও চুলকানি হয়।
-গলার পেছনে, কুঁচকিতে এ ধরনের কালো, খসখসে আবরণ হয়, যাকে অ্যাকানথোসিস নেগ্রিকানস বলে।
-পায়ের সামনের ত্বকে গোলাকৃতি কালো-ছোপ দাগ থাকে।
-ত্বকের গভীর স্তরে চর্বি ও অন্যান্য স্তর ক্ষয় হতে থাকে।
-কারও কারও ইনসুলিন দেয়ার স্থানে ত্বক মোটা, উঁচু বা পাতলা হয়ে যায়। ইনসুলিন অ্যালার্জিও হতে পারে।
যত্নে করণীয়
-ত্বকে কাটা-ছেঁড়া, প্রদাহ, ফুসকুড়ি বা ঘা দেখা দিলে অতি শিগগির চিকিৎসকের পরামর্শ নিন।
-কাটলে বা আঘাত পেলে আক্রান্ত জায়গা সাবান-পানি দিয়ে ধুয়ে অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার করুন।
-প্রতিদিন পায়ের যত্নে চিকিৎসকের কাছে গিয়ে পা পরীক্ষা করিয়ে নিন।
-ফুসকুড়ি বা ফোড়া ফাটানোর চেষ্টা করবেন না।
-গোসলে বা ত্বক ধোয়ার জন্য অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। আঙুলের ফাঁকে লোশন ব্যবহার করবেন না।
ত্বক ও যৌনব্যাধি বিশেষজ্ঞ
আল রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।
মোবাইল : ০১৭১৫৬১৬২০০।

No comments

Powered by Blogger.