দারুণ কৌশলেই সেমির সম্ভাবনায় মাশরাফিরা

খেলা কেবল ব্যাট আর বলের খেলা নয়। নানা কৌশলও অবলম্বন করতে হয়। সোমবার লন্ডনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সেই কৌশল মাশরাফিরা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে। বৃষ্টির মধ্যে সেই কৌশলের জোরেই সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ। নিয়ম অনুযায়ী ওডিআইয়ের ফলাফল হতে ২০ ওভার খেলতে হয়। অক্ট্রেলিয়া ১৬ ওভার খেলতে পারায় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বাংলাদেশের ১৮২ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৬ ওভারে করেছিল ৮৩ রান। অস্ট্রেলিয়া ২০ ওভারেও এই রান করলে তারা জিতে যেত।
কেবল ৪ ওভার এক রান না করলেও তাদের চলত। ঠিক এই কারণেই তারা বৃষ্টির আশঙ্কায় রান নিচ্ছিল না। একপর্যায়ে মাশরাফির টানা ৫ বল কেবল ব্লক করেই কাটিয়ে দেয়। তবে বাংলাদেশও কম যায়নি। তারাও বল করতে তাড়াহুড়া করেনি। তারা জানত, কোনোভাবে ২০ ওভারের কম খেলতে পারলে হারতে হবে না। এই লক্ষ্যেই মাত্র এক ওভার বল করিয়েছে স্পিনার দিয়ে। বাকিটা ফাস্ট বোলার দিয়ে। এতে সময় বেশি লেগেছে। আর তাতেই বাজিমাত। নিশ্চিত হারার ম্যাচটি পরিত্যক্ত হয়ে পয়েন্ট পেয়ে গেল বাংলাদেশ।

No comments

Powered by Blogger.