কাশ্মীরে গুলিতে ৪ আত্মঘাতী নিহত

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সোমবার ভোরে আধা সামরিক বাহিনী সিআরপিএফের ক্যাম্পে গেরিলা হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এ সময় পুলিশ ও সিআরপিএফের পাল্টা হামলায় ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। সিআরপিএফের ৪৫ ব্যাটালিয়নের সদর দফতরের ওই হামলাকে বানচাল করে দিয়েছে যৌথ বাহিনী। এনডিটিভি জানায়, ভোর পৌনে ৪টা নাগাদ অজ্ঞাত ওই বিচ্ছিন্নতাবাদীরা সিআরপিএফ ক্যাম্পটি আগুনে পোড়ানোর পরিকল্পনা করেছিল। ক্যাম্পটিতে প্রবেশ করে আত্মঘাতী হামলার লক্ষ্যে ৩ পেট্রুলবোমা, ৪টি একে-৪৭ রাইফেল, একটি ইউবিজিএলসহ এক ডজনেরও বেশি গ্রেনেড এবং প্রচুর গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল। জওয়ানদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে হামলাকারীরা। তৎক্ষণাৎ জবাব দেয় জওয়ানরা। উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ৪৫ মিনিট ধরে সংঘর্ষ চলে। কাশ্মীর পুলিশের আইজি জুলফিকার হাসান সফলভাবে গেরিলা হামলা মোকাবিলা করার জন্য সিআরপিএফের প্রশংসা করেছেন। তিনি বলেন, এটি একটি ভয়ানক হামলা ছিল কিন্তু জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে আমাদের সতর্ক জওয়ানরা তা বানচাল করে দিয়েছে।

No comments

Powered by Blogger.