খুনিদের পরিচয় জেনেছে পুলিশ

লন্ডন ব্রিজ ও বোরো মার্কেট এলাকায় সন্ত্রাসী হামলায় জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ পুলিশ। হামলাকারীদের নাম ‘যত দ্রুত সম্ভব’ প্রকাশ করা হবে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। হামলার ৮ মিনিটের মাথায় তাদেরকে গুলি করে হত্যা করে পুলিশ। খবর বিবিসির। শনিবার রাতের ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। রোববার আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সি বলেছে, ‘আইএসের প্রতি অনুগতরা লন্ডনে হামলা চালিয়েছে।’ এ বিষয়ে লন্ডন পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। শুধু জানানো হয়েছে,
শিগগির নিহত ৩ হামলাকারীর পরিচয় প্রকাশ করা হবে। সোমবার সকালে ব্রিটিশ পুলিশ জানায়, তাদের কর্মকর্তারা পূর্ব লন্ডনের নিউহ্যাম ও বার্কিং এলাকার দুটি স্থানে তল্লাশি চালান। এর মধ্যে বার্কিং থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে পরে ছেড়ে দেয়া হয়। মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক জানান, হামলাকারীদের গাড়ি ও পুলিশি তল্লাশি থেকে বিশাল পরিমাণ দলিল-প্রমাণ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তদন্ত প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে। হামলার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটাই খুঁজে দেখা হচ্ছে।

No comments

Powered by Blogger.