৬০ কোটি ডলার নিয়ে উধাও মার্কিন অ্যাটর্নি

যুক্তরাষ্ট্রের কেনটাকির প্রতিবন্ধীবিষয়ক একজন অ্যাটর্নি ফেডারেল সরকারের ৬০ কোটি (৪৮০০ কোটি টাকা) হাতিয়ে উধাও হয়ে গেছেন বলে জানিয়েছে এফবিআই। এরিক কন নামের ওই ব্যক্তির বিরুদ্ধে গত মার্চে কেন্দ্রীয় সরকারের তহবিল তসরুপ এবং বিচারকদের ঘুষ দেয়ার অভিযোগ দায়ের করা হয়। তাকে ওই অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আগামী মাসে তার সাজা ঘোষণা করা হবে। এফবিআই বলছে, তিনি জামিনের শর্ত ভঙ্গ করেছেন।
তার গায়ে যে ইলেকট্রুনিক নজরদারি ডিভাইস ছিল তা তিনি খুলে ফেলেছেন। এ কারণে তার বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে সে কোথায় আছে তা জানা যায়নি। এপি জানায়, ১৯৯৩ সালে আইন ব্যবসায় নাম লেখান এরিক। এরপর তার প্রতিষ্ঠানটি দেশের একটি শীর্ষস্থানীয় প্রতিবন্ধীবিষয়ক আইনি প্রতিষ্ঠানে পরিণত হয়। তিনি টিভিতে নিজের ব্যতিক্রমী বিজ্ঞাপন দিয়ে সবার নজর কাড়েন।

No comments

Powered by Blogger.