কৌশলী মাশরাফিই বাংলাদেশের ভাগ্য ফেরালেন

বৃষ্টি যেন আর্শীবাদ হয়ে ঝরলো কাল ওভালে। আর মাশরাফির কৌশল তাতে চার চান্দ লাগালো! ফলাফল সেমিফাইনালে যাওয়ার সূবর্ণ সুযোগ। ৯৫ রানে তামিমের আউটের পর একের পর এক বিপর্যয়ে ২০০ তে পৌঁছাতে পারল না বাংলাদেশ। মাঠে তখন অস্ট্রেলিয়ার আধিপত্য। অসহায় বাংলাদেশ, মাশরাফি চেষ্টা করেছেন প্রকৃতির আশ্রয় নেয়ার। অস্ট্রেলিয়ার ছিল তাড়া, দ্রুত ২০ ওভার শেষ করার। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সেখানে রাজ্যের অনিচ্ছা। নিয়মের মধ্যে থেকেই দল চেষ্টা করে গেছে শেষ উপায়টুকু কাজে লাগানোর। যদি বৃষ্টি আসা পর্যন্ত ২০ ওভারের কম করা যায়! অফিসিয়াল স্কোর থেকে জানা যাচ্ছে, এক পর্যায়ে মাশরাফির এক ওভার শেষ করতে সময় লেগেছে ৮ মিনিট। রুবেলের এক ওভার শেষ হতে ৬ মিনিট। বাংলাদেশের ১৬ ওভারের ১৫ ওভারই করেছেন পেসাররা। এক ওভার যে স্পিনার করেছেন, সেটিই আসলে ছিল বিস্ময়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই কৌশলের কথাও লুকাননি বাংলাদেশ অধিনায়ক। “এই কথা এখানে বলা উচিত নয় হয়তো। তবে সত্যি বলতে আমাদের চিন্তা ছিল যে ম্যাচে তো পেছনে চলেই গেছি,
একমাত্র উপায়ই ছিল যে ২০ ওভারের আগে যতটুকু সময় নেওয়া যায়। খেলাটাকে লম্বা করা। এজন্য মিরাজকে এক ওভার দিয়ে পরে এনেও আবার সরিয়ে নিয়েছি যাতে খেলাটা দূরে সরিয়ে নেওয়া যায়।” ১৬ ওভার শেষে পানি পানের বিরতি যখন হলো, তখন বৃষ্টি শুরু হয়েছে। তবে দল নিশ্চিত হতে পারছিল না। খেলা শেষ হওয়ার সময়টাও তখন এত দূরে ছিল যে, ড্রেসিং রুমে গিয়েও আকাশের দিকেই তাকিয়ে ছিল দল। “সত্যি কথা বলতে, ১৬ ওভার যখন শেষ হলো, আমরা বুঝতে পারছিলাম না খেলা আরও হবে কিনা বা ২-১ ওভার চালিয়ে যাবে কিনা। পানি পানের বিরতির সময় বুঝিনি যে তখনই খেলা বন্ধ করে দেবে। জানতাম যে সাড়ে ৬টা বা ৭টায় বৃষ্টি আসতে পারে। তবে সেটার জন্য অপেক্ষা করে তো লাভ নেই। খেলা চালিয়ে যেতেই হতো। আমরা চেষ্টা করেছি টেনে নিয়ে যেতে যতটা যাওয়ায় যায়।” মাঠে বাংলাদেশ যখন ওভার শেষ করতে সময় নিচ্ছে, মাঠে তখন গজরাচ্ছেন ডেভিড ওয়ার্নার। তবে তাতে কান দেবেন কেন মাশরাফিরা! শেষ পর্যন্ত বৃষ্টিস্নাত এক পয়েন্টে জয় হয়েছে কৌশলেরও।

No comments

Powered by Blogger.