'দানব' বোমায় আইএসের কিছুই হয়নি!

আফগানিস্তানে বৃহস্পতিবারের মার্কিন 'দানব' বোমা হামলায় তাদের কেউ মারা যায়নি বলে দাবি করেছে ইসলামিক স্টেট। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার ঘোষণা কর হয়, মার্কিন বোমায় ৩৬ আইএস সদস্যকে হত্যা করা সম্ভব হয়েছে। সেই দাবি নস্যাত্‍‌ করে এদিন রাতে আইএস দাবি করে, মার্কিন বোমায় একজনও কেউ মারা যায়নি।
পেন্টাগনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হয়, পাকিস্তান সীমান্ত ঘেঁষা পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহারে আইএস ঘাঁটি লক্ষ করে ২২ হাজার ৭০০ পাউন্ড (১০,৩০০ কেজি)-এর জিবিইউ-৪৩ বোমা ফেলা হয়েছে। এটাই আমেরিকার তৈরি সর্ববৃহত্‍‌ নন-অ্যাটমিক বোমা, যাকে 'মাদার অফ অল বম্বস' নামে আখ্যায়িত করা হয়েছে। ইরাক যুদ্ধের ঠিক আগের দিন প্রথমবার পরীক্ষামূলকভাবে এই দানব বোমা ফাটানো হয়েছিল।

No comments

Powered by Blogger.