শ্রীমঙ্গলে পানিতে নিখোঁজ কিশোরীর লাশ ৫ ঘন্টা পর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাহাড়ি ছড়ার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার ৫ ঘন্টা পর কিশোরীর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগান এলাকায়। জানা যায়, কালিঘাট চা বাগানের রবি তাঁতির মেয়ে ও স্থানীয় রানার উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রী মামনি তাঁতি (১৫) বাগানের দীপা নামের অন্য একটি মেয়েকে নিয়ে পহেলা বৈশাখের দিন শুক্রবার বেলা আড়াইটার দিকে কালিঘাট ব্রিজের কাছে ছড়ার মধ্যে গোসল করতে যায়। গোসল করাবস্থায় হঠাৎ করে মামনি তাঁতি পানির নিচে তলিয়ে যেতে দেখে সাথে থাকা দীপা মামনিকে টেনে তুলার চেষ্টা করলে সেও পানির নিচের দিকে তলিয়ে যেতে থাকে। এ সময় তার চিৎকার শুনে বাগানের এক শ্রমিক এসে দিপাকে টেনে উপরে তুলে।
কিন্তু মামনি তাঁতিকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়, দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তারা মামনি তাঁতিকে উদ্ধার করতে পারেনি। পরে সিলেট থেকে ডুবরীর দল ঘটনাস্থলে এসে অভিযান শুরু করে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার লাশ ব্রিজের নিচ থেকে উদ্ধার করে। বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, যে ছড়াতে তারা গোসল করতে নেমেছিল সেখানে মাত্র হাঁটুসমান পানি, কিন্তু ছড়ার উপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচেই পানির গভীরতাটা কিছুটা বেশি। আর সেখানেই মামনি তাঁতি নেমেছিল। কিন্তু সাঁতার না জানার কারণে সে ডুবে যায়।

No comments

Powered by Blogger.