ইউরোপে এফ-৩৫এ যুদ্ধবিমান পাঠাচ্ছে পেন্টাগন

মার্কিন সেনা ও ন্যাটো বাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক এফ-৩৫এ যুদ্ধবিমান ইউরোপে পাঠাতে চলেছে পেন্টাগন৷ শুক্রবার সংবাদ সম্মেলন করে পেন্টাগন জানিয়েছে, স্বল্প সংখ্যায় এই অত্যাধুনিক যুদ্ধ বিমান পাঠান হবে৷ এর ফলে মার্কিন বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধ অভিযান করার ক্ষমতা আরো বাড়বে বলেই পেন্টাগন সূত্রে খবর৷ তবে ইউরোপের কোনো দেশে এই অত্যাধুনিক বিমান মোতায়েন হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি৷
অত্যাধুনিক এফ-৩৫এ যুদ্ধবিমান ক্রয় করা নিয়ে অনেকদিন ধরেই টানাপড়েন চলছিল মার্কিন প্রশাসনে৷ প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ই এই যুদ্ধবিমানের নির্মাতা সংস্থা লকহেড মার্টিন কর্পোরেশনকে বিমানের অত্যধিক মূল্য নিয়ে সমালোচনা করেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ক্ষমতায় এসেই ৯০টি এফ-৩৫এ যুদ্ধবিমান ক্রয়ের মূলধন থেকে ছ’শত মিলিয়ন মার্কিন ডলার অর্থ বাদ দিয়েছিলেন ট্রাম্প৷ আগামী ১৫ বছরে ৩৯১ বিলিয়ন মার্কিন ডলার অর্থ ব্যয় করে ২৪৪৩টি এফ-৩৫এ যুদ্ধবিমান ক্রয় করবে মার্কিন সেনা৷ আমেরিকার বিমানবাহিনী ও নৌবাহিনীতে ব্যবহার হবে এই যুদ্ধবিমান৷ এছাড়া অস্ট্রেলিয়া, ব্রিটেন, নরওয়ে, ইতালি, নেদারল্যান্ড ও ইজরায়েলে ব্যবহার হয়ে থাকে এই যুদ্ধবিমান৷ এমনকি এই যুদ্ধবিমান ক্রয় করতে ইচ্ছা প্রকাশ করেছে স্পেন, বেলজিয়াম ও সুইজারল্যান্ডও৷

No comments

Powered by Blogger.