আজাদ কাশ্মির থেকে তিন ভারতীয় গুপ্তচর আটক

পাকিস্তানের বেলুচিস্তানে অন্তর্ঘাত চালানো এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে কুলভূষণের ফাঁসি নিয়ে যখন ভারতের সঙ্গে বিতর্ক তুঙ্গে ঠিক তখনই আরো একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল পাকিস্তান৷ ওই দেশের এক সংবাদ মাধ্যম দাবি করেছে আজাদ কাশ্মিরে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ এই তিনজনই ভারতের বাসিন্দা বলে বলেই দাবি করেছে পাকিস্তান৷ পাকিস্তানের ওই সংবাদ মাধ্যমের আরো দাবি, গত বছর পাকিস্তানের আব্বাসপুরের পুলিশ স্টেশনে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল ওই তিনজন৷ তাদের নাম মোহাম্মদ খালি, ইমতিয়াজ ও রশিদ বলে জানিয়েছে পাকিস্তান মিডিয়া৷ পাকিস্তানে দখলে থাকা পুঞ্চ সেক্টরের এক পুলিশ কর্মকর্তা দাবি করেছেন,
এদের মধ্যে মোহাম্মদ খালি প্রধান অভিযুক্ত৷ তার খোঁজে অনেকদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল পাকিস্তান পুলিশ৷ এর আগেও একবার তাকে ধরে ফেলার সবরকম ব্যবস্থা থাকলেও তখন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি৷ শুধু তাই নয় সে এর আগে ১৪ থেকে ১৫ বার সীমান্ত পার করে পাকিস্তানে ঢুকেছেন বলেও দাবি করেছেন পাকিস্তানের ওই পুলিশ কর্তা৷ পাকিস্তানে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ভারতের সাবেক নৌবাহিনী কর্মকর্তা কুলভূষণ যাদবকে৷ যদিও পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারত৷

No comments

Powered by Blogger.