আবার প্রেসিডেন্ট হতে চান রুহানি

ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি আসন্ন ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করিয়েছেন। আইন অনুযায়ী, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচনি অফিসে গিয়ে শুক্রবার নিজের নাম নিবন্ধন করান তিনি। আগামী ১৯ মে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের নাম নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় গত মঙ্গলবার এবং তা চলবে শনিবার পর্যন্ত। হাসান রুহানি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে ইরানের বিশেষজ্ঞ পরিষদ ও নীতি নির্ধারণী পরিষদের সদস্য ছিলেন। এ ছাড়া, নীতি নির্ধারণী পরিষদের কৌশলগত গবেষণা কেন্দ্রের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। প্রেসিডেন্ট রুহানি ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ২০ বছর ইরানের পার্লামেন্টের নির্বাচিত সদস্য ছিলেন। ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত আট বছর তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত ১১তম প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তেহরানের মেয়র বাকের কালিবফ’সহ মোট পাঁচ প্রার্থীকে পরাজিত করে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই বছরের ৩ আগস্ট তিনি মাহমুদ আহমাদিনেজাদের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নাম নিবন্ধনের পর ড. রুহানি সাংবাদিকদের বলেছেন, তিনি গত নির্বাচনের আগে জনগণকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবগুলো পালন করেছেন তিনি। রুহানি দাবি করেন, ১১তম প্রেসিডেন্ট হিসেবে তার প্রশাসন ইরানের জনগণের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে যতটা অবদান রাখতে পেরেছে তা এর আগের প্রেসিডেন্টরা পারেননি। সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.