শারজিল, খালিদের স্পট ফিক্সিংয়ের বিপক্ষে আপিল নাকচ

ওপেনিং ব্যাটসম্যান শারজিল খান ও খালিদ লতিফের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ অনেকটাই প্রমাণিত হওয়ায় এ সংক্রান্ত তদন্তের বিরুদ্ধে আপিল লাহোরের কোর্ট নাকচ করে দিয়েছে। বর্তমানে লাহোরের হাই কোর্টে পরিচালিত স্পট ফিক্সিং অভিযোগের বিপক্ষে খালিদ চ্যালেঞ্জ জানিয়েছিলেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী ইউনিট আগেই তার সেই চ্যালেঞ্জের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে পাকিস্তান সুপার লীগে ৩১ বছর বয়সী খালিদসহ আরো পাঁচ ক্রিকেটারের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়। এই বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। লাহোরের হাই কোর্ট সূত্র জানিয়েছে, খালিদ দুর্নীতি বিরোধী ইউনিটের কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও তা নাকচ করা হয়েছে।
এদিকে পিসিবি জানিয়েছে তারা ইতোমধ্যেই খেলোয়াড়দের বিপক্ষে বিভিন্ন ধরনের প্রমাণাদী ট্রাইব্যুনালের কাছে পেশ করেছে। এর মধ্যে সাক্ষীর বিবৃতি, রেকর্ড করা সাক্ষাতকার, ম্যাচ ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপের ভয়েস বার্তা রয়েছে। প্রমানাদির কপি শারজিল ও খালিদকেও পাঠানো হয়েছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তাদেরকে অভিযোগের ভিত্তিতে সব ধরনের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়। এর আগে এই ঘটনায় প্রথম খেলোয়াড় হিসেবে শাস্তি পেয়েছেন পাকিস্তানী পেসার মোহাম্মদ ইরফান। গত মাসে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া প্রাথমিক ভাবে আরো নিষিদ্ধ করা হয়েছে শাহজিব হাসান ও নাসির জামশেদকে।

No comments

Powered by Blogger.