আল কায়েদায় যোগ দেয়া কেরালার আবু তাহির সিরিয়ায় নিহত

আল কায়েদায় যোগ দেয়া সন্দেহভাজন আবু তাহির যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে সিরিয়ায়। সে ভারতের কেরালার পালঘাট এলাকার বাসিন্দা। বার্তা সংস্থা এএনআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, ২০১৩ সালে ওমরাহ করতে যায় আবু তাহির। কিন্তু ওমরা থেকে আর ফিরে আসে নি। সন্দেহ করা হয় এ সময়ে সে যোগ দিয়েছিল আল কায়েদায়। শারজায় বসবাস করেন তার আত্মীয়-স্বজনরা। তারা খবর পেয়েছেন গত ৪ঠা এপ্রিল নিহত হয়েছে সে। এর আগে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে আচিন এলাকায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের বিমান হামলায় নিহত হয় কেরালার আরেক যুবক। সে যোগ দিয়েছিল আইসিসে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তানে ইসলামিক স্টেটের টানেল ও সদস্যদের লক্ষ্য করে এ মাসে সবচেয়ে শক্তিশালী, অথচ পারমাণবিক নয় এমন বোমা হামলা করে। এর আগে ফেব্রুয়ারিতে ড্রোন হামলায় একই গ্রুপের আরো এক যুবক নিহত হয়। ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ দেশের ভিতরে ও বাইরে ক্রিমিনাল ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করে দু’জনকে। তারা আইএস বা একই রকম গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ আছে।

No comments

Powered by Blogger.