যোগীর রাজ্যে মিলাদুন্নবীসহ ১৫ সরকারি ছুটি বাতিল

ভারতের উত্তরপ্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.), জুমাতুল বিদাসহ আরও ১৫টি সরকারি ছুটি বাতিল ঘোষণা করেছে। বিবিসি উর্দুকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে পাকিস্তানের ডন। মঙ্গলবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটারে এ ঘোষণা দেয়া হয়েছে।
আরও যেসব ছুটি বাতিল করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল খাজা মঈনুদ্দিন চিশতি (র.), চন্দ্র শেখর ও চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন উদযাপনের ছুটি। ধারাবাহিক টুইটে আদিত্যনাথ আরও বলেছেন, মহান ব্যক্তিদের জন্মদিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের উচিত হবে কমপক্ষে এক ঘণ্টার সমাবেশ করা। সেখানে ছাত্রছাত্রীদের এসব ব্যক্তির জীবন, তাদের অর্জন ও শিক্ষা নিয়ে তথ্য বিনিময় করতে হবে।

No comments

Powered by Blogger.