চাঁদের মাটিতে কৃত্রিম সুড়ঙ্গ!

চাঁদের মাটিতে কে বা কারা সুড়ঙ্গ খুঁড়ল? নাকি তর্কের রস জোগাতে ছড়ানো হল এমন বার্তা! ইউএফও ও মহাকাশ সংক্রান্ত ইউটিউব চ্যানেল সিকিওরটিম ১০-এর কর্তা টাইলার গ্লকনার একটি ওয়েবসাইটে দাবি করেছেন, মহাকাশযান অ্যাপোলো-১৫ থেকে তোলা একটি ছবি থেকে এ সুড়ঙ্গের সন্ধান পান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এবেলার প্রতিবেদনে বলা হয়, চাঁদের ছবিতে একটি ছোট আয়তকার বস্তু ও তার ছায়া দেখা যায়।
এ বস্তুটিকে পর্যবেক্ষণ করে টাইলার দাবি করছেন, এটি মনুষ্যনির্মিত এবং এর সঙ্গে চন্দ্রগর্ভের কোনো সুড়ঙ্গের সম্পর্ক রয়েছে। টাইলারের মতে, বস্তুটিকে বাড়ির মতো দেখাচ্ছে। চাঁদের মাটিতে এর আগে এমন কোনো বস্তু দেখা যায়নি। তবে, কী করে এবং কেন এরকম একটা কাজ মানুষ করতে যাবে, তা নিয়ে মুখ খোলেননি টাইলার। ভিনগ্রহে প্রাণের অস্তিত্বে কট্টরবিশ্বাসী টাইলার এরপর হয়তো চন্দ্রপৃষ্ঠে এলিয়েনের আনাগোনার কথা বলবেন। ততক্ষণ তো তর্কের মধ্যেই থাকতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার এলিয়েন-রসিকদের।

No comments

Powered by Blogger.