যেভাবে অপারেশন টোয়াইলাইটের শুরু

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে সিলেটে নব্য জেএমবির কয়েকজন জঙ্গি বিপুল পরিমাণ বিস্ফোরকসহ অবস্থান করছে। পরে সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকাকে চিহ্নিত করে। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, মর্জিনা নামের এক মহিলা শিববাড়িতে উস্তার মিয়ার মালিকানাধীন আতিয়া মহল ভাড়া নিয়েছে। সেখানে কয়েকজন জঙ্গি অবস্থান করছে।
বৃহস্পতিবার ভোরে আতিয়া মহলের মূল গেটে তালা দিয়ে বাসাটি ঘিরে রাখে পুলিশ। বিকালে ঢাকা থেকে আসে সোয়াত টিম। সন্ধ্যায় আসে সেনাবাহিনীর প্যারা কমান্ডো। বৃহস্পতিবার রাতভর প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে ভবনটি ঘেরাও করে রাখে আইনশৃংখলা বাহিনী। শনিবার সকাল থেকে শুরু হয় অভিযান। জঙ্গি সদস্যদের ধরতে পরিচালিত এই অভিযানের নাম দেয়া হয় ‘অপারেশন টোয়াইলাইট’। এর আগে সোয়াত এই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন স্প্রিং রেইন’।

No comments

Powered by Blogger.