ইউক্রেনে ভেঙে পড়ল সেনাবাহিনীর কপ্টার

পূর্ব ইউক্রেনে সেদেশের সেনাবাহিনীর হেলিকপ্টার ভেঙে পাঁচ সেনা কর্মীর মৃত্যু হয়েছে৷ রুশ সীমান্তের লাগোয়া এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা৷ জানিয়েছেন ইউক্রেন সেনার মুখপাত্র৷ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, ডোনেৎস্ক অঞ্চলের সরকারি সেনা নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে দুর্ঘটনা৷ কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে সেনা৷
সম্প্রতি ইউক্রেনের একটি অস্ত্রাগারে প্রবল বিস্ফোরণ হয়৷ তার জেরে ধ্বংস হয়েছে সেই অস্ত্রাগার৷ এমই অবস্থা তৈরি হয়েছে যে অস্ত্রাগার-সংলগ্ন ১০ কিলোমিটার এলাকা খালি করতে হয়েছে৷ ইউক্রেনের অভিযোগ, বিস্ফোরণে জড়িত রাশিয়া৷ অভিযোগ উড়িয়েছে রুশ সরকার৷ এবার সেনা কপ্টার দুর্ঘটনা নিয়েও বিতর্ক দানা বাঁধছে৷ ইউক্রেন থেকে ক্রিমিয়া বেরিয়ে গিয়ে রাশিয়ার সাথে যুক্ত হয়েছে৷ ক্রিমিয়ার রুশ অন্তর্ভুক্তি ঘিরে পূর্ব ইউক্রেন সংঘর্ষে রক্তাক্ত৷

No comments

Powered by Blogger.