দামুড়হুদায় ১৩ জনের দাফন সম্পন্ন

দামুড়হুদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জনের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। স্হানীয় স্কুল এ্যান্ড কলেজ মাঠে হাজার হাজার মানুষের উপস্হিতিতে জানাজা শেষে সারি সারি কবরে যখন লাশ গুলো শোয়ানো হয় ঠিক তখনিই যেন চাপা আর গোংড়ানো কান্নার আওয়াজে আকাশ বাতাশ ভারি হয়ে উঠে। ৭৬ বছর বয়সি গ্রামের বৃদ্ধ মানুষ নুরুল ইসলাম কাপা কাপা কন্ঠে বল্লেন এ দুর্ঘটনা যেন পাক বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে,কারন ঐ সময় ৭১ সালে এক সাথে ৪/৫ টি গন কবর দেয়া হয়েছিল,কিন্তু এতোদিন পর আমাকে এত গুলো লাশ নিজ চোখে দেখে কবর দিতে হলো,এর চাইতে বড় কস্ট আর কি হতে পারে-- যেন লাশের মিছিল,লাশ শুধু লাশ,সন্ধার পরপরই দাফন কাজ শেষ হয়।
এ দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বেগম সায়মা ইউনুছ প্রতি পরিবারকে ১০ হাজার টাকা অনুদানের ঘোষনা দিয়েছেন। স্হানীয় ইউ পি চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম আর্থিক সহায়তার ঘোষনা দিয়েছেন। উল্লেখ্য ২৬ মার্চ সকাল সাড়ে ৬ টার দিকে দামুড়হুদার বড় বলদিয়া গ্রামের ২৩ জন দিন মজুর একটি আলম সাধু যোগে চুয়াডাঙ্গার মুন্সিগন্জে যাওয়ার পথে জয়রামপুর নামক স্হানে বালি ভর্তি ট্রাকের সাথে সামনা সামনি ধাক্কা লেগে ১৩ জন মারা যায়।বাকি ১০ জন মরার মত করে বেচেঁ আছেন।

No comments

Powered by Blogger.