শাস্ত্র মেনে কুকুরের শ্রাদ্ধ

বড় আদরের কুকুর ছিল চিকো। চার বছর বাড়িতে থাকলে যা হয়!‌ একটা মায়া পড়ে যায়। হঠাৎ এক দুর্ঘটনায় মারা গেল জার্মান স্পিৎজ এই কুকুরটি। পরিবারে শোকের আবহ থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এরপর যা যা হলো, কিছুটা অস্বাভাবিক। শাস্ত্র মেনে কুকুরের শ্রাদ্ধ হল। সেই শ্রাদ্ধে আত্মীয়, প্রতিবেশী, বন্ধুদের ভুরিভোজ। কুকুরের এমন অভিনব শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য হাওড়ার বালিতে। কেউ বলছেন, অভিনব ব্যাপার। আবার কেউ বলছেন, আদিখ্যেতা। যিনি এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজক, তিনি সৌরভ মণ্ডল। বিজেপি–‌র রাজ্য কমিটির সদস্য। তার স্ত্রী বনশ্রীও বিজেপি–‌র যুব মোর্চার রাজ্য কমিটিতে আছেন।
অর্থাৎ, কর্তা–‌গিন্নি দুজনেই রাজ্য কমিটিতে। এলাকায় পরিচিতিও ভালোই। সকালে পুরোহিত ডেকে পারলৌকিক কাজকর্ম। তারপর ছিল ঢালাও খাওয়া দাওয়ার আয়োজন। সৌরভের দাবি, সন্তানস্নেহে কুকুরটিকে দেখভাল করেছি। তাই শ্রাদ্ধের কাজেও কোনো ত্রুটি রাখিনি।’‌ কিন্তু পাল্টা প্রশ্নও উঠছে। অনেকেই মনে করছেন, এ এক লোকদেখানো আদিখ্যেতা। সত্যিই যদি শোক হত, তাহলে এভাবে ঢালাও খাওয়া–‌দাওয়ার আয়োজন হতো না। পার্টি দেয়ার ইচ্ছে হতেই পারে। লোককে খাওয়ানোর ইচ্ছে হতেই পারে। উপলক্ষের তো অভাব নেই। তাই বলে কুকুরের মৃত্যুকে বেছে নিতে হলো কেন?‌

No comments

Powered by Blogger.