ফতুল্লায় পুলিশের অস্ত্র আনসারদের লুট : পরে ফেরত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক উদ্ধার অভিযানের সময় একটি রফতানিমুখী গার্মেন্ট কারখানার আনসার সদস্যরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে একটি শটগান লুটে নিয়েছে। পরে অবশ্য অস্ত্রটি ফেরত দেয়া হয়। এ সময় পুলিশের গাড়িতে চালক ও একজন কনস্টেবল ছিলেন। অন্য পুলিশ সদস্যরা মাদক উদ্ধার অভিযানে ছিলেন। রোববার রাত সাড়ে ৯টায় ফতুল্লার শিহাচর শাহজাহান রোলিং মিল এলাকায় এ ঘটনা ঘটে। বিকেএমইএর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উইসডম গার্মেন্টে ওই আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল হক যুগান্তরকে জানান, রাত সাড়ে ৯টায় শাহজাহান রোলিং মিল এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযানে আসি।
এ সময় রেললাইনের পাশে উসডম গার্মেন্টের কাছে আমাদের ব্যবহৃত মাইক্রোতে চালক ফরিদ ও কনস্টেবল হেলিমকে রেখে এলাকার ভেতরে প্রবেশ করি। এরপর ওই গার্মেন্টের আনসার সদস্যরা পুলিশের গাড়ি সরাতে বলে। এ নিয়ে আনসার সদস্যদের সঙ্গে আমাদের গাড়ির চালক ও কনস্টেবলের তর্ক হয়। এক পর্যায়ে অতিরিক্ত আনসার সদস্য এসে গাড়িটি ভেঙে ফেলে এবং চালক ও কনস্টেবলকে ধরে গার্মেন্টের ভেতর নিয়ে যায়। এরপর কনস্টেবল হেলিমের হাত থেকে শটগান কেড়ে নেয় এবং দু’জনকে মারধর করতে থাকে। এ সময় এলাকাবাসী আমাদের খবর দিলে ফোর্স নিয়ে আমরা দৌড়ে আসি এবং থানায় জানাই। পরে অতিরিক্ত পুলিশ এসে চালক ও কনস্টেবলকে উদ্ধার করে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার অফিসার অজিৎ কুমার দাস যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশের অস্ত্র ফিরিয়ে দিয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে গার্মেন্ট কর্তৃপক্ষের কেউ কোনো বক্তব্য দেয়নি।

No comments

Powered by Blogger.