সারা দেশের বিচারক সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রজ্ঞাপন জারি

সারা দেশের আদালত, বিচারকদের বাস ভবন ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত  করার জন্য প্রজ্ঞাপন জারি করেছেন সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার  আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এই সার্কুলার জারি করা হয়। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সকল আদালতের বিচারক, বিচার সংশ্লিষ্ট কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের সর্বোচ্চ মহল আশ্বাস দেয়। তাই নিরাপত্তা  সংক্রান্ত  নির্দেশনা মন্ত্রী পরিষদ সচিব, প্রধান মন্ত্রীর সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি ও র‌্যারেব মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ২৮  দপ্তরে এই সার্কুলার পাঠানো হয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদের বলা হয়ছে। নির্দেশনায় বলা হয়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার উদ্বেগ থাকার কারণে তার পরামর্শক্রমে এই  সার্কুলার জারি করা হয়।
গত ২৩ মার্চ হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত সারাদেশের আদালত অঙ্গনে নিরাপত্তা জোরদারে নির্দেশনায় বলা হয়, দেশে সম্প্রতি  সন্ত্রাসী কর্মকান্ড  বৃদ্ধির প্রেক্ষিতে সারাদেশের আদালত প্রাঙ্গন,বিচারকদের বাস ভবন সমূহে নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ সোমবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ বিষয়টি নিশ্চিত করেন। সার্কুলারে বলা হয়,সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকান্ডের কারণে দেশের সকল  আদালত অঙ্গন,এজলাস,বিচারকদের বাস ভবন,বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রধান বিচারপতি উদ্বিগ্ন। এমন প্রেক্ষাপটে সকল আদালত অঙ্গন,এজলাস,বিচারকদের বাস ভবন,বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সকলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.