`জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ করুন'

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকারের একার পক্ষে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব নয়। এ সমস্যা সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন, সরকার বলে জঙ্গি নাই, আইএস নাই। অথচ আমরা দেখছি আত্মঘাতী হামলা হচ্ছে, মানুষ নিহত হচ্ছে। জঙ্গিবাদ নির্মূল করা যাচ্ছে না। সুতরাং জঙ্গিবাদ মোকবেলায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।
বি.চৌধুরী বিকল্পধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা শাহ আহম্মেদ বাদল, মঞ্জুর রাশেদ, আইনুল হক, মওলানা কবীর, আমিনুল ইসলাম বুলু, আশরাফুল ইসলাম, ভূদেব চক্রবর্তী প্রমুখ। স্বাধীনতা যুদ্ধে নিহদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বি চৌধুরী বলেন, লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ, পতাকা, মানচিত্র  ও জাতীয় সঙ্গীত পেয়েছি। কিন্তু সত্যিকারের স্বাধীনতা পাই নাই। কারণ দেশে গণতান্ত্রিক পরিবেশ নাই। সভা, সমিতি, মিছিল, মিটিং করার সুযোগ নাই। জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করায় সরকারকে সাধুবাদ জানিয়ে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, দেরিতে হলেও সরকার এই পদক্ষেপ নিয়ে একটি ভাল কাজ করেছে। তিনি বলেন, ২৫ মার্চ পাকিস্তানিরা যে গণহত্যা শুরু করেছিল, তা ১৬ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল।

No comments

Powered by Blogger.