সিলেটে 'বোমা হামলার' দায় স্বীকার আইএসের

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানের মধ্যেই বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের কথিত বার্তা সংস্থা 'আমাক' এর বরাতে এ খবর দিয়েছে অনলাইনে জঙ্গিদের কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। আরবিতে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে আইএস জানিয়েছে, ইম্প্রুভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডির মাধ্যমে চালানো এই হামলায় বহু হতাহত হয়েছে। শনিবার সন্ধ্যায় দু'দফা বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বিমানবন্দর সড়কে পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হওয়ার পর একইভাবে আইএস সেটিকে 'আত্মঘাতী হামলা' দাবি করে দায় স্বীকার করেছিল। জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে সিলেটের শিববাড়ির 'আতিয়া মহলে' অভিযান চালাচ্ছে আইনশৃংখলা বাহিনী। পরে শুক্রবার রাতে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। অভিযান যেখানে হচ্ছে তার কাছেই সেনাবাহিনীর ব্রিফিং স্থলের কাছেই শনিবার সন্ধ্যায় ও রাতে দু'দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

No comments

Powered by Blogger.